
ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে দুইদিনব্যাপী ” নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫ ” এর উদ্বোধন করা হয়েছে।
২২ শে জানুয়ারি ( বুধবার) সকাল ১০ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: জাকির হোসেন। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা, নোয়াখালী শহর শাখার ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান, শহর শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব।
এসময়ে নোয়াখালী শহর শাখার ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবিরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: জাকির হোসেন বলেন, ” বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আজকের এ আয়োজন অত্যন্ত সুন্দর এবং সৃজনশীল। সাধারণ শিক্ষার্থীরা এর মাধ্যমে ছাত্রশিবির এবং তাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। আশা করি, সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে নোয়াখালী সরকারি কলেজ গঠনে ছাত্রশিবির কলেজ প্রশাসনকে সহায়তা করবে।
আয়োজন সম্পর্কে বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা বলেন, ” বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনামলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপর অত্যাচার ও নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। জুলাই বিপ্লবের পরবর্তী স্বাধীন বাংলাদেশকে পুর্নগঠনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাজ করে যাবে ইনশাআল্লাহ। নোয়াখালী সরকারি কলেজের ছাত্রশিবিরের দায়িত্বশীল ভাইদের প্রতি ধন্যবাদ, এত সুন্দর আয়োজনের জন্য।
” প্রকাশনা উৎসব ২০২৫ ” সম্পর্কে নোয়াখালী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান বলেন, ” ২২ ও ২৩ জানুয়ারি এ দুইদিনব্যাপী নোয়াখালী সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব ২০২৫ চলবে। প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের নতুন বছরের বিভিন্ন ধরনের প্রকাশনা সামগ্রী ছাড়াও ছাত্রশিবিরের বিভিন্ন বই থাকবে। ভবিষ্যতে ছাত্রশিবিরের আয়োজিত এমন সৃজনশীল প্রোগ্রামে সংগঠনের জনশক্তি ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ আরো বৃদ্ধি পাবে। আমরা প্রত্যাশা করছি, আমাদের বন্ধুপ্রতিম অন্যান্য ছাত্রসংগঠনগুলো এধরণের সৃজনশীল প্রোগ্রাম আয়োজন করবেন এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সহায়তা অব্যাহত থাকবে।