
মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবালের বাড়ির পাশে এ কর্মীসভার আয়োজন করা হয় ।
বাজিতপুর উপজেলার ১১ টি ইউনিয়নের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ৭৮১ জন উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাই বাজিতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবালকে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি পদে ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে সমর্থন দেন।
শীঘ্রই বাজিতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।