
বৃহত্তর খুলনা সমিতির সভাপতি শিল্পপতি এম এ সালাম দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন
আমার কাগজ ডেস্ক
সম্প্রতি রাজধানীর মিরপুরে সমিতির নিজস্ব ভবনে বৃহত্তর খুলনা সমিতি ঢাকার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি এম এ সালাম। সংগঠনটির সাধারণ সম্পাদক হয়েছেন খান রবিউল ইসলাম।
এছাড়া কোষাধ্যক্ষ মো. আফসার আলী ও দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং বাংলা একাডেমির জীবন সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।