ফেনী প্রতিনিধি
ফেনীতে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে আহনাফ নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ফেনী পৌর এলাকার দেওয়ানগঞ্জে পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা হত্যার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুর নাম আনাফ আল মাঈন (১০)। নিহতের পরিবার জানায়, আনাফ আল নাইম গত সোমবার বিকেলে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। চার দিন পর (বৃহস্পতিবার) তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান জানায়, শিশুটিকে অপহরণের পর হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়া হয়েছে। এই ঘটনা তিনজনকে আটক করা হয়েছে। তারা হত্যার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
নিহত আনাফ ফেনী শহরের ব্যবসায়ী মাঈউদ্দিন সোহাগের ছেলে। গ্রামের বাড়ি ফুলগাজীর জয়নারায়ন পুর গ্রামে। তাঁর মূত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসছে। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাযায় নামাজ অনুষ্ঠিত হয়।