আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একেবারেই বদলে গেছে। বিদ্রোহীদের দখলে এখন দেশটির বেশিরভাগ অঞ্চল। সিরিয়ায় এখন টালমাটাল অবস্থা। এর মধ্যেই দেশটিতে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। রোববার সকালে তারা ট্যাঙ্ক নিয়ে দেশটিতে প্রবেশ করে বলে জানা গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ছাড়াও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মেহের নিউজ। এসব প্রতিবেদনে বলা হয়, এর মধ্য দিয়ে গত ৫০ বছরের মধ্যে এই প্রথম সিরিয়ায় এভাবে প্রবেশ করল ইসরায়েলি সেনারা।
আরেক সংবাদমাধ্যম মানার নিউজ বলছে, রোববার সকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সীমান্ত বেড়া অতিক্রম করে গোলান মালভূমি (মাউন্ট হারমন) এলাকায় প্রবেশ করে ইসরায়েলি ট্যাঙ্ক। তবে, এটি বাফার জোন বলে দাবি করছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।
ইসরায়েলকে ১৯৭৪ সালের যুদ্ধবিরতি রেখাভিত্তিক একটি নতুন প্রতিরক্ষা রেখা প্রতিষ্ঠা করতে হয়। এই নিয়ন্ত্রণরেখা অধীকৃত গোলান মালভূমি (মাউন্ট হারমন) এলাকায় অবস্থিত। ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অংশ দখল করে। ১৯৮১ সালে সেটির পুরোটাই তারা নিয়ন্ত্রণে নেয়। তবে কিছু বাফার জোন ছিল।
গত ২৬ নভেম্বর নতুন করে আসাদ বাহিনীর ওপর হামলা চালাতে শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম। প্রথমে আলেপ্পো শহর দখলের পর দ্রুত রাজধানী দামেস্কের দিকে এগোতে থাকে তারা। এরপর মাত্র ১১ দিনের মাথায় আজ রোববার দামেস্ক ‘মুক্ত’ করার ঘোষণা দিল বিদ্রোহীরা। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান ঘটল।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি ব্যক্তিগত হেলিকপ্টারে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বাশারের দামেস্ক ছেড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে। এরপর সিরিয়া নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস।