আমার কাগজ প্রতিবেদক
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে সাবেক আমলা আখতার আহমেদকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে তার নিয়োগের কথা জানান হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, “সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী আখতার আহমেদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।”
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা আখতার আহমেদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সবশেষ যুগ্মসচিব (প্রশাসন) হিসেবে অবসরে যান ২০১৫ সালে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়েছেন তিনি।
সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় আখতার আহমেদ বলেন, “আমাকে অন্তর্বর্তীকালীন সরকার নতুন দায়িত্ব দিয়েছে। নির্বাচন কশিনে সচিবালয়ে সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব।”
এক্ষেত্রে গণমাধ্যমসহ সবার সহযোগিতা চান তিনি।
ক্ষমতার পটপরিবর্তনে ব্যাপক মাত্রায় রদবদলের মধ্যে ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেন।
২১ নভেম্বর এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে।
এসময় সচিব পর্যায়ে রদবদল হলেও ইসি সচিব শফিউল আজিমই এতোদিন দায়িত্ব সামলে আসছিলেন।
মঙ্গলবার শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।