আমার কাগজ প্রতিবেদক
আরজেএসসির নতুন সফটওয়্যার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনগণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। যৌথ মূলধন কোম্পানি ওফার্মসমূহের পরিদপ্তরের নতুন সফটওয়্যার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণের নিমিত্তে গত ১ ডিসেম্বর সকাল ১১টায় বরিশাল বিভাগের সকল জেলার ব্যবসায়ীবৃন্দদের সমন্বয়ে ঝালকাঠি জেলাপ্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় মোঃ মিজানুর রহমান এনডিসি, (অতিরিক্ত সচিব), রেজিস্ট্রার, আরজেএসসি, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি, আশরাফুর রহমান ও ফেরদৌস আহম্মেদ টিটু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ঝালকাঠি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রি উপস্থিত ছিলেন।
এ অবহিতকরণ সভা আয়োজনের ফলে পরিদপ্তরের নতুন সফটওয়্যার বিষয়ে উপস্থিত ব্যবসায়ীবৃন্দ অবগত হয় এবং উদ্যোক্তগণ নিজেরাই নিজেদের প্রতিষ্ঠান ঘরে বসে নিবন্ধন করতে পারবেন বলে আগ্রহ প্রকাশ করেন। আরজেএসসির নতুন সফটওয়্যারের সুযোগ সুবিধাগুলো পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করেন জিকরা আমিনপিএএ, প্রোগ্রামার এবং আরজেএসসির সার্বিক সেবা প্রদান ও পরিচিতি তুলে ধরেন অনন্ত কুমার পাল, সহকারী নিবন্ধক। উপস্থিত অংশীজনগণ আরজেএসসির কার্যক্রম সম্পর্কে জানতে চান এবং উপস্থিত কর্মকর্তাগণ প্রশ্নোত্তর করেন। নতুন উদ্যোক্তাগণ ঝালকাঠি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রিতে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান ব্যবস্থা গ্রহণের আহবান জানান এবং উপস্থিত জেলা চেম্বারের ভাইস প্রেসিডেন্ট এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হবে মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সাথে মোঃ মিজানুর রহমান এনডিসি, রেজিস্ট্রার আরজেএসসি জানান যে, তার দপ্তর প্রশিক্ষণ প্রদানের জন্য প্রস্তুত রয়েছে এবং সেবার বিষয়ে সরাসরি প্রধান কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন। নতুন সফটওয়্যারে কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে ভুল তথ্য ব্যবহার কিংবা কাগজাদি দাখিল জন্য অফিসে যাতায়াত করার মতো বিষয়গুলো একেবারেই নেই, তাছাড়া মডেল মমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংযোজন থাকায় উদ্যোক্তাগণ কোনো পেশাদার ব্যক্তির শরনাপন্ন না হয়েই নিজেই কোম্পানি নিবন্ধন করতে পারবেন উল্লেখ্য করে আশরাফুর রহমান, জেলা প্রশাসক, ঝালকাঠি তার বক্তব্যে মত প্রকাশ করেন।
তাছাড়া, ঝালকাঠি জেলার ব্যবসায়বৃন্দের স্বার্থে নতুন সফটওয়্যার বিষয়ে প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হলে জেলা প্রশাসকের কার্যালয় সর্বাত্বক সহযোগিতা করবে মর্মে তিনি জানান।
উক্ত সভায় মোঃ মিজানুর রহমান এনডিসি (অতিরিক্ত সচিব) রেজিস্ট্রার, আরজেএসসি, প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং আশরাফুর রহমান জেলা প্রশাসক, ঝালকাঠি, অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন।
তাছাড়া, ঝালকাঠি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আহম্মেদ টিটু বিশেষ অতিথি এবং মুহাম্মদ শফিকুল ইসলাম, উপ-নিবন্ধক, হারুন অর রশীদ, সহকারী নিবন্ধক (খুলনা বিভাগীয় কার্যালয়), মুহাম্মদ সেলিম মিয়া এক্সামিনার অব একাউন্টস, আরজেএসসির প্রধান কার্যালয়-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
Related Stories
December 12, 2024 10:38 AM
December 12, 2024 10:24 AM