বিনোদন ডেস্ক
বাবার মৃত্যুর পর ক্যামিল জানতে পারে, দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ পানীয়র সংগ্রহ রেখে গেছেন তিনি। যার আর্থিক মূল্য চমকে দেওয়ার মতো। তবে এই পানীয়র উত্তরাধিকার নিয়ে বাধে বিপত্তি। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজ ‘ড্রপস অব গড’। ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ প্রযোজনায় নির্মিত সিরিজটি মুক্তি পায় গত ২১ এপ্রিল। ওডেড রাসকিন পরিচালিত আট পর্বের সিরিজটি মুক্তির পর এতটাই প্রশংসিত হয় যে দ্রুতই দ্বিতীয় মৌসুমের ঘোষণা দেয় অ্যাপল টিভি প্লাস। এবারের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে এই সিরিজ।
এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জাপানি অভিনেতা তামোশিয়া ইয়ামশিতা ও ফরাসি অভিনেত্রী ফার জাফরিয়ার। সমালোচকেরা বলছেন, এটি চলতি বছরের অন্যতম বুদ্ধিদীপ্ত সিরিজ। আলগা চমকের দিকে না গিয়ে নির্মাতা বরং ধীরগতির একটি উপভোগ্য গল্প উপহার দিতে পেরেছেন। একই নামের একটি মাঙ্গা সিরিজ অবলম্বনে এটি তৈরি হয়েছে।
সেরা কমেডি সিরিজের পুরস্কার পেয়েছে আর্জেন্টিনার ‘ডিভিশন প্যালারমো’। সান্তিয়াগো করোভস্কির সিরিজটি গত ফেব্রুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। নির্মাতা করোভস্কি নিজেও এতে অভিনয় করেছেন, আরও আছেন ড্যানিয়েল হেন্ডলার। মুক্তির পর থেকে প্রশংসিত সিরিজটি আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার সিলবার কনডরে ২০টি মনোনয়ন পেয়েছিল, ৭টিতে জেতে পুরস্কার।
সেরা অভিনেত্রী বিভাগে চমক দেখিয়েছে থাইল্যান্ড। এই শাখায় দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পুরস্কার জিতেছেন চুতিমন চেয়েংছারোয়েনসুকিং। ভক্তদের কাছে ওকপাপ নামে পরিচিত তিনি। তাঁর জনপ্রিয় সিনেমা ‘ব্যাড জিনিয়াস’-এর কল্যাণে বাংলাদেশি দর্শকের কাছেও পরিচিত ২৮ বছর বয়সী এই মডেল-অভিনেত্রী। এবার তিনি অবশ্য পুরস্কার পেয়েছেন গত আগস্টে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমা ‘হাঙ্গার’-এর জন্য।
শিতিশিরি মঙ্গকোলসিরি পরিচালিত ১৪৫ মিনিটের এই সিনেমায় মূলত এক তরুণ শেফের গল্প তুলে ধরা হয়েছে। পারিবারিক ছোট্ট রেস্তোরাঁ নিয়ে বেশ কাটছিল তাঁর জীবন। বড় একটি আয়োজনে কাজ করার প্রস্তাব পায় সে। যার পরিণতিতে পুরোপুরি বদলে যায় তাঁর জীবনের গতিপথ; এমন গল্প নিয়ে তৈরি হয়েছে হাঙ্গার। পুরস্কার জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল এমি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। এই পুরস্কার আমার জন্য অনেক বড় অর্জন।’ শেফ চরিত্রে অভিনয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন চুতিমন, সেই সময়ে যাঁরা সাহায্য করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।
দেশ হিসেবে এবারের ইন্টারন্যাশনাল এমিতে সর্বোচ্চ চার পুরস্কার জিতেছে যুক্তরাজ্য। এর একটি সেরা অভিনেতা। বিবিসির চার পর্বের সিরিজ ‘দ্য সিক্সথ কমান্ডমেন্ট’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন টিমোথি স্পাল।
এর আগে ‘দ্য কিংস স্পিস’-এ অভিনয়ের জন্য সেগ পুরস্কার পেয়েছিলেন টিমোথি। ‘দ্য সিক্সথ কমান্ডমেন্ট’-এ স্কুলশিক্ষক পিটারের চরিত্রে দেখা গেছে টিমোথিকে। ২০১৫ সালে যিনি নিজের প্রাক্তন শিক্ষার্থীর হাতে নির্মমভাবে খুন হন। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি।
এবার সেরা মিনি সিরিজ/টেলিফিল্ম বিভাগে পুরস্কার পেয়েছে জার্মানির ‘ডিয়ার চাইল্ড’। এ সিরিজও নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।
সেরা ড্রামা সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছিল ভারতীয় সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’, তবে পুরস্কার পায়নি।
পুরস্কার না জিতলেও এবারের ইন্টারন্যাশনাল এমি ভারতের জন্য স্মরণীয় করে রেখেছেন বীর দাস। প্রথম ভারতীয় হিসেবে এই আন্তর্জাতিক পুরস্কার সঞ্চালনা করলেন তিনি।