আমার কাগজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পবিত্র ওমরা পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এ আমন্ত্রণ জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দাহিয়ান।
সোমবার (২৫ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
জাহিদ হোসেন বলেন, ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করেতে এসেছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। তিনি ম্যাডামের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। সৌদির কিং এর পক্ষ থেকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাডামের পক্ষে থেকে সৌদি কিংকে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন।
তিনি বলেন, ম্যাডামের চিকিৎসার করাতে বিদেশে যাওয়ার সময় অথবা আসার সময় সৌদিতে ওমরা করার আমন্ত্রণ জানিয়েছে সৌদি রাষ্ট্রদূত।
Related Stories
December 19, 2024 12:08 PM
December 19, 2024 11:58 AM
December 19, 2024 10:20 AM