মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুরে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার ২৩ নভেম্বর বেলা ১১টায় বাজিতপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় ৩ হাজার ২০০ কৃষককে সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেককে দুই কেজি করে হাইব্রিড জাতের ধান বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশরাফুল আলম বলেন, কৃষি ও কৃষক দেশের প্রাণ। কৃষি সমৃদ্ধ হলে দেশ সমৃদ্ধ হবে। বোরো ধানের আবাদ বাড়াতে সরকার কৃষকদের বিনামূল্যে বীজ দিয়ে সহযোগিতা করছে। গত বৃহস্পতিবার থেকে আমরা আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মাঝে প্রণোদনার ধান বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বাছাই করা প্রত্যেক কৃষকের হাতেই বীজ পৌঁছে যাবে। উপকারভোগী কৃষকেরা বীজের যথার্থ ব্যবহার করবেন এবং কৃষিতে ভূমিকা রাখবেন।
Related Stories
December 12, 2024 10:49 AM
December 12, 2024 10:38 AM
December 12, 2024 10:24 AM