মোহাম্মদ খলিলুর রহমান
সারা দেশের মতো কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির ব্যানারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২৪ উদযাপন উপলক্ষে বাজিতপুর রেজু মার্কেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাজিতপুর উপজেলা বিএনপির এক নম্বর যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বিপ্লব ও সংহতি দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ইউনিয়ন বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল ও মানুষের জন্য কাজ করার আহবান জানান শেখ মজিবুর রহমান ইকবাল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল নির্দেশনা মেনে চলারও অনুরোধ করেন তিনি।
এ সময় বক্তারা আওয়ামী লীগারকে যেনো কোনো অবস্থাতেই সহযোগিতা না করা হয় এমন আহ্বান জানান উপস্থিত সকল নেতাকর্মীদের।
বক্তারা এ সময় আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো আছে। তাদের যেকোনোভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।
একজন বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামীলীগের লোকজন বাজিতপুর উপজেলা বিএনপিতে এসে ভীড় জমাচ্ছে। ত্যাগীরা বঞ্চিত হচ্ছে। সিনিয়র নেতৃবৃন্দ যেনো তাদের দলে আশ্রয় না দেয় এ ধরনের অনুরোধ করেন তিনি।
Related Stories
November 14, 2024 6:45 PM
November 14, 2024 5:19 PM
November 14, 2024 3:46 PM