আমার কাগজ প্রতিবেদক
গত ৪ নভেম্বর, ২০২৪ তারিখ গণমাধ্যমে প্রকাশিত “সালিশে আসতে রাজি না হওয়ায় বৃদ্ধকে মারধর ও পানিতে চুবিয়ে হত্যা” শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। দশমিনায় সালিশ বৈঠকে আসতে রাজি না হওয়ায় এক বৃদ্ধকে কিলঘুষি ও পানিতে চুবিয়ে হত্যা করার অভিযোগটি অত্যন্ত মর্মান্তিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন মর্মে কমিশন মনে করে। এ ঘটনায় কমিশন স্বঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে।
সুয়োমটোর প্রেক্ষিতে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের অভিমত, এ ধরনের ঘটনা অত্যন্ত অমানবিক এবং মর্মপীড়াদায়ক। এই অপরাধে ব্যক্তির জীবন, স্বাধীনতা ও মর্যাদার হানি করেছে। সকল ধরনের নির্যাতন ও নিষ্ঠুরতার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে।
সংবাদ প্রতিবেদনের বরাতে সুয়োমটোতে উল্লেখ রয়েছে, দশমিনায় সালিশ বৈঠকে আসতে রাজি না হওয়ায় এক বৃদ্ধকে কিলঘুষি ও পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম হাওলাদার (৭০)। জানা যায় যে, নুরুল ইসলাম হাওলাদারের কাছে তার ছেলে সহিদুল হাওলাদার দীর্ঘদিন জমি লিখে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। নুরুল ইসলাম জমি লিখে দিতে অস্বীকার করলে বহরমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রাকিবুল হাসান সোহাগ, রহিম বেপারী, শাহজাহান মৃধা ও মো. কাইয়ুম গাজীর কাছে এ নিয়ে অভিযোগ করেন সহিদুল হাওলাদার। তারা গত ৩ নভেম্বর সকালে নুরুল ইসলামের বাড়িতে গিয়ে সালিশ বৈঠকে বসতে তাকে চাপ দেন। এতে নুরুল ইসলাম রাজি না হওয়ায় তারা উত্তেজিত হয়ে নুরুল ইসলামকে এলোপাতাড়ি লাথি, কিলঘুসি মারতে থাকেন। হামলা থেকে বাঁচতে নুরুল ইসলাম এক পর্যায়ে পাশের ডোবায় ঝাঁপ দিলে কাইয়ুম গাজী তাকে পানির নিচে চেপে ধরেন। পানি থেকে ওপরে তোলার পর নুরুল ইসলাম অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রæত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্মরত ডা. রাহুল বিন হালিম জানান, ‘নুরুল ইসলামকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।
অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে কমিশন থেকে দশমিনা থানার ওসি মো. আব্দুল আলীমের সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি জানান যে, ইতোমধ্যে অভিযোগের বিষয়ে মামলা রুজু করা হয়েছে। তাছাড়া সন্দিগ্ধ একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Related Stories
December 12, 2024 4:34 PM
December 12, 2024 4:29 PM
December 12, 2024 4:25 PM