আমার কাগজ ডেস্ক
সীমান্তে জমি নিয়ে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপস করতে পারে না ভারত। খবর এনডিটিভির।
দীপাবলি উপলক্ষে মোদি বৃহস্পতিবার বিগত বছরগুলোর মতো এবারও ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে দেশটির সেনাবাহিনীর সঙ্গেই কাটিয়েছেন। সেখানেই তিনি এমন কড়া বার্তা দিয়েছেন।
তিনি দাবি করেছেন, দেশ রক্ষার জন্য জনগণ ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তির ওপরে বিশ্বাস করে।
সীমান্তে দাঁড়িয়ে মোদি বলেন, এই দেশে এমন সরকার রয়েছে, যারা দেশের এক ইঞ্চি জমিও বেহাত হতে দেবে না। একবিংশ শতাব্দীর চাহিদা মাথায় রেখেই আমরা আমাদের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করে চলেছি। বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনীর মধ্যে অন্যতম বাহিনী করতে চাই আমাদের সেনাকে। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার জন্যই আমাদের এই প্রচেষ্টা।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রতিবছরই ভারতীয় সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন মোদি। গতকালও ভারতের বিভিন্ন প্রান্তের সীমান্তে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে সারা দিন কাটান মোদি।
মোদি দাবি করেছেন, আজ দেশে এমন একটি সরকার আছে যারা দেশের সীমানার এক ইঞ্চি জমি নিয়েও আপস করতে পারে না। তিনি বলেন, ভারত আজ নিজস্ব সাবমেরিন বানাচ্ছে। আমাদের তেজস যুদ্ধবিমান বিমান বাহিনীর আরও শক্তি বাড়িয়েছে। আজ ভারত অস্ত্র রপ্তানির জন্য পরিচিত। বিশ্বের একাধিক দেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে আমাদের দেশ।