আমার কাগজ প্রতিবেদক
জনপ্রশাসনে গ্রেড-১ পদোন্নতি এক কর্মকর্তার পদোন্নতিসহ অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পমর্যাদার কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এর মধ্যে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম বিপিএএ-কে গ্রেড-১ পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতির পর তাঁকে একই স্থানে পদায়ন করা হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনোজ কুমার রায়কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এনডিসিকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, পাবলিক প্রাইভেট পার্টনারশীল কর্তৃপক্ষের মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীবকে জ্বালানী ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন মো. ইউনুছ আলীকে ওয়ারপো’র মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি আদেশাধীন মো. সাখাওয়াৎ হোসেনকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখাবুর রহমানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে মে আলী রেজাকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ দেয়া হয়েছে।
ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) মোহাম্মদ মমিনুর রহমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং রাজশাহী বিসিকের আঞ্চলিক পরিচালক (যুগ্মসচিব) মো. রেজাউল আলম সরকারকে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি আশফিকুন নাহারকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ দেয়া হয়েছে।
Related Stories
December 12, 2024 8:10 PM
December 12, 2024 7:05 PM
December 12, 2024 6:04 PM