আমার কাগজ প্রতিবেদক
দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চিকিৎসা দেয়ার জন্য ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ পুনর্গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। মঙ্গলবার (২৩ অক্টোবর) বিএসএমএমইউ এর উপাচার্যের বরাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
এ ব্যাপারে সেই বার্তায় উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিক্যাল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
তবে ওই অফিস আদেশটি তালিকাভুক্ত চিকিৎসক ছাড়া আর কারো ‘জানার কথা নয়’ মন্তব্য করে তিনি বলেন, এটা কীভাবে হল, সেটি কাল আমি খুঁজে বের করব।
সকালে বিএসএমএমইউর অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেসিভ কেয়ার মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোস্তফা কামালের স্বাক্ষরে অফিস আদেশটি জারি করা হয়। এরপর তার কপি সামাজিক মাধ্যমে চলে যায়। সেখানে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইনটেনসিভ কেয়ার ইউনিটের একটি বেড প্রস্তুত রাখা হয়েছে। জরুরি রাত্রিকালীন চিকিৎসা সেবা দিতে সাত চিকিৎসককে নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৮ অক্টোবর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, আগের দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ‘ত্বকের ছোটখাটো চিকিৎসা’ হয় মুহাম্মদ ইউনূসের। পরদিনই তিনি যথারীতি কাজে ফেরেন। এরপর গত শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপেও তিনি অংশ নেন।