আমার কাগজ প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার ডিএমপি কমিশনার মাইনুল হাসানের সই করা এক আদেশে এ বদলি করা হয়।
এতে বলা হয়, ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সারোয়ার জাহানকে বদলি করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে ও ডিএমপির ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দক্ষিণের ডিসি মাসুদ আলমকে রমনা বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।