আমার কাগজ ডেস্ক
সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা বেড়েছে। বাঘশুমারি শেষে বনবিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার সুন্দরবনের বাঘশুমারির চূড়ান্ত ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
জরিপের তথ্যমতে, বাংলাদেশ অংশে বর্তমানে বাঘের সংখ্যা ১২৫টি।
জরিপকালে প্রাপ্ত বাঘের ছবি ও অন্যান্য তথ্য উপাত্তসমূহ সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পে নিয়োজিত বাঘ বিশেষজ্ঞরা বিশ্লেষণ ও যাচাই করে বাঘের সংখ্যা ও বাঘের ঘনত্ব নিরূপণ করে থাকেন। এছাড়া জরিপের তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর ভারত, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মতামত নেয়া হয়।
সার্বিক বিচার বিশ্লেষণে ২০২৩-২০২৪ সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া যায় এবং প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২.৬৪।
সেন্টমার্টিনে রাতে অবস্থান নিয়ে যা জানালেন উপদেষ্টাসেন্টমার্টিনে রাতে অবস্থান নিয়ে যা জানালেন উপদেষ্টা
২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ৯.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ২০১৫ সালের তুলনায় বাঘের সংখ্যা ১৭.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার। এর মধ্যে বনভূমি চার হাজার ৮৩২ এবং জলাভূমি এক হাজার ১৮৫ বর্গকিলোমিটার।
২০১৫ সালের বাঘশুমারি অনুযায়ী, সুন্দরবনে বাঘ ছিল ১০৬টি। আর ২০১৮ সালের শুমারির তথ্য অনুযায়ী, বাঘের সংখ্যা ছিল ১১৪।