আমার কাগজ প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়করা জেলা সফর করছেন না। ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে জেলা সফর করেছেন সমন্বয়করা। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক পোস্ট আমাদের ব্যথিত করে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা দিকে শরীয়তপুর শহরের একটি রেস্টুরেন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ইতোমধ্যে নিহত ও আহতদের সহায়তায় ১০০ কোটি টাকার ফান্ড গঠন করেছে সরকার। ধারাবাহিকভাবে নিহত ও আহত প্রত্যেক পরিবারকে এই ফান্ড থেকে সহায়তা দেওয়া হবে।
সভায় ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়লে তাদের সান্ত্বনা দেন সারজিস আলম। তিনি ছাত্র আন্দোলনে শহীদ প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিটি পরিবার থেকে অন্তত একজনকে কর্মসংস্থান তৈরি করতে সরকার এবং স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেন।
এর আগে বেলা ১১টায় জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সমন্বয়করা। পরে জেলার রাজনৈতিক নেতাদের সঙ্গে সভা শেষে বিকেল ৪টায় শরীয়তপুর সরকারি কলেজের মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে সারজিস আলমসহ কেন্দ্রীয় সমন্বয়কদের ।