
মোহাম্মদ খলিলুর রহমান
দৈনিক কালেরকণ্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের সাতটি গণমাধ্যম কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও তাণ্ডবের প্রতিবাদ করেছেন কিশোরগঞ্জের বাজিতপুরের বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে জেলার বাজিতপুর পৌরশহরের আলোছায়া মোড়ে মানববন্ধন করেছেন তাঁরা। এরপর পুনর্বিন্যাস পাঠাগার হলে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারী সন্ত্রাসী ও এর পেছনের ইন্ধনদাতা গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের অবিলম্ব গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান।
কালের কণ্ঠের হাওরাঞ্চলের নিজস্ব প্রতিবেদক নাসরুল আনোয়ারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্য সাংবাদিকের মধ্যে বক্তব্য দেন দৈনিক সমকালের খন্দকার মাহবুবুর রহমান, দৈনিক মানবজমিনের হোসেন মাহবুব কামাল, আজকের পত্রিকার মোহাম্মদ খলিলুর রহমান, যায়যায়দিনের মহিউদ্দিন লিটন, ভাটির সাতকাহনের জহিরুল ইসলাম কাজল, ভোরের কাগজের মো. জসিম উদ্দিন, ভোরের ডাকের সাব্বির আহমেদ মানিক, আজকের বসুন্ধরার মো. আব্দুস ছলিম প্রমুখ। এর আগে মানববন্ধনে নাসরুল বক্তব্য দেন।