রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন
ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি
দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূইয়া রানার পিতা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভূইয়া আর নেই। ফেনীর সদর হাসপাতালে চিকিৎসঅন অবস্থায় গতকাল শনিবার (১৭ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ আসর ফেনী সদরের শহীদ ওবায়দুল হক সড়কের নিজ বাড়ির সামনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জানাযা পূর্বে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভূইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলা চেয়ারম্যান সরাফ উদ্দিন আজাদ, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোতালেব হোসেন ,দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুকদেব নাথ তপন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আবু জাফর ভুঁইয়া, ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার আসিফ ইকবাল, ডাক্তার হাসনাত, ফেনী পৌরসভার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মনোয়ার হোসেন দুলাল, ফেনী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ও ফেনী রিপোর্টার সিউনিটি সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ফেনী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ও ফেনী প্রত্যয় সম্পাদক সিদ্দিক আল মামুন, ব্যবসায়ী নেতা গোলাম রসূল, ফেনী মিশন হাসপাতালের এমডি শাহজালাল খান, ফেনী স্টার লাইনের গ্রুপের পরিচালক মাইনুদ্দিন, সাংবাদিক আলী হায়দার মানিক, আব্দুল মোতালেব, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মিজান, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভূঁইয়ার মৃত্যুতে বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনরা সরাসরি এবং মুঠোফোনের মাধ্যমে শোক জানিয়েছেন। এর মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, বিটিআরসির সাবেক চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান এনডিসি, সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবীর খন্দকার, স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আব্দুল আজিজ ভুঁইয়া, সাবেক সচিব মকবুল হোসেন, রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) মো. জয়নাল আবেদীন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি, বৃহত্তর নোয়াখালী অফিসার্স ফোরামের সভাপতি সাবেক সচিব বেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, ব্যারিস্টার জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক ও টিভি টুডের সিইও মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খুরশীদ আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী, ফেনী সিভিল সার্জন ডাক্তার শিহাব উদ্দিন, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল খায়ের মিয়াজী, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফারুক হারুন প্রমুখ।
এছাড়া প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ অনেকেই বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এদিকে ফেনীর সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, সাংবাদিক ইউনিয়ন, ফেনী প্রেস ক্লাব ফেনী রিপোর্টার্স ইউনিটি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।