চট্টগ্রাম প্রতিনিধি
মাদকের মামলায় দুই নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার (২৩ জুন) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন। একই রায়ে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডিতরা হলেন– মো. আইয়ুব, জোহরা খাতুন ও নুর নাহার। তিনজনই মামলা চলাকালে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ইয়াবা উদ্ধার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী-স্ত্রী ও অন্য এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন ড্রামপট্টি এলাকার ঝর্না মার্কেটের দ্বিতীয় তলায় জোহরা খাতুনের ভাড়া করা বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। ওই সময়ই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাকলিয়ো থানায় মামলা করে। ওই বছর ৭ ডিসেম্বর আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২২ সালের ১৩ মার্চ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
ছয়জন সাক্ষীর সাক্ষ্য শুনে বিচারক রোববার তিনজনকেই দোষী সাব্যস্ত করে রায় দিল।