চট্টগ্রাম প্রতিনিধি
সত্তর লাখ টাকার বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে; তাতে ব্যাহত হচ্ছে কলেজের স্বাভাবিক কাযর্ক্রম।
পিডিবি চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা সোমবার সকাল ৯টার দিকে মেডিকেল কলেজের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলেজের হোস্টেলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।
কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার বলেন, “গত অর্থ বছরের কিছু বিল বকেয়া থাকায় তারা আমাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।”
তিনি বলেন, বকেয়া বিল পরিশোধের জন্য পিডিবির পক্ষ থেকে বিভিন্ন সময়ে চিঠি দিয়ে তাগাদা দেওয়া হয়েছে। সে কারণে গত অর্থ বছরের এসব বিল পরিশোধের জন্য কলেজ থেকে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল। এখন লাইন কেটে দেওয়ায় সংযোগ পুনরায় স্থাপনের জন্য পিডিবি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
কলেজ ও হোস্টেল মিলিয়ে চট্টগ্রাম মেডিকেলের বকেয়া বিলের পরিমাণ ৭১ লাখ টাকার মত বলে জানান অধ্যক্ষ।
পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, “কলেজ কর্তৃপক্ষের বেশকিছু বিল বকেয়া থাকায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর আগে বিল পরিশোধের জন্য কয়েকবার চিঠিও দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি।”
এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিয়মিত ক্লাস-পরীক্ষার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে বলে শিক্ষক-শিক্ষার্থীরা জানান।
এছাড়া বিদ্যুৎ না থাকায় কলেজের অধীন ভেনম রিসার্চ সেন্টারে সংরক্ষিত সাপগুলো ঝুঁকির মুখে পড়েছে।