
আমার কাগজ ডেস্ক
লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক কমান্ড সেন্টার লক্ষ্য করে অনেকগুলো ফালাক ২ রকেট ছুড়েছে।
এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এর আগে বিভিন্ন ঘটনায় হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে ফালাক ১ রকেট ছুড়লেও এই প্রথম দেশটিতে হামলা চালাতে তারা ফালাক ২ রকেট ব্যবহার করল।
ইরানের তৈরি স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ এই রকেটের পাল্লা ১০ দশমিক ৮ কিলোমিটার। এসব রকেটের ১২০ কেজি ভরের ওয়ারহেডে ৬০ কেজি বিস্ফোরক ধরে। সিরিয়ার গৃহযুদ্ধে এই ধরনের রকেট ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
এই হামলায় ইসরাইলে কোনো হতাহত হয়েছে কিনা জানা যায়নি। ইসরাইলের স্থানীয় গণমাধ্যমেও হিজবুল্লাহর নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ করেছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ইসরাইল ও লেবাননে হামাসের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই চলছে।
গত সপ্তাহে এই লড়াই আরও তীব্র হয়েছে। ইসরাইল ক্রমেই লেবাননের ভূখণ্ডের গভীরে আঘাত হানছে। যার ফলে আরও বিস্তৃত সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে সর্বাত্মক হামলার হুঁশিয়ারি দিচ্ছে। এই বাগযুদ্ধ বড় যুদ্ধে মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।