আমার কাগজ প্রতিবেদক
রাজধানীর নটরডেম কলেজে দু-দিনব্যাপী এইচএসসি ভর্তি পরীক্ষায় মতিঝিল ট্রাফিক বিভাগের কর্তব্যরত সদস্যরা নিরলস দায়িত্ব পালন করছেন।
জানা যায়, আজ শুক্রবার (৩১ মে) সকাল ৮টা থেকে হতে ২দিন ব্যাপী নটরডেম কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অংশ নেন।
কলেজ কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার বিষয়টি ট্রাফিক মতিঝিল বিভাগকে জানানো হয়নি।
জানতে পেরে পরীক্ষার্থী ও তাদের স্বজনদের জনদুর্ভোগ বিবেচনায় মতিঝিল ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম নটরডেম কলেজের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
এরই প্রেক্ষিতে ডিসি মইনুল হাসানের তত্ত্বাবধানে নটরডেম কলেজের আশেপাশে এলাকায় ট্রাফিক শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভোর ৬ থেকে সকল ফোর্স/অফিসার মোতায়েন ছিল।
ডিসি মইনুল হাসান জানান, শাপলা চত্ত্বর হতে আল-হেলাল বক্স পর্যন্ত রাস্তায় ১ লেনে রোড ব্যারিয়ার স্থাপন, প্রয়োজনীয় ডাইভারশন প্রদান, হ্যালারের মাধ্যমে নির্দেশনা প্রদান ও আল-হেলাল বক্স হতে শাপলা চত্ত্বর, বাবে রহমত হতে কমিশনার গলি, শাপলা চত্ত্বর হতে দৈনিক বাংলা মোড় পর্যন্ত এক লেনে আগত যানবাহনের পার্কিং প্রদান করে প্রায় ৩০ সহস্রাধিক পরীক্ষার্থী ও অভিভাবকগণ ছাড়াও সাধারণ নাগরিকদের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করা হচ্ছে।