আমার কাগজ প্রতিবেদক
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও হুইপ ইকবালুর রহিম এমপির মা নাজমা রহিমের মৃত্যুতে আগামীকাল ২৬ শুক্রবার বাদ আসর সুপ্রীম কোর্ট স্পোর্টস কমপ্লেক্সে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এই দোয়া মাহফিলে আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব শুভাশিস এবং আমন্ত্রিত অতিথিসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য বিচারপতি এম. ইনায়েতুর রহিম, অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা, নাফিসা সুলতানা, ডাঃ নাদিরা সুলতানা, হুইপ ইকবালুর রহিম এমপি এবং নাজিলা সুলতানা বিনীত ভাবে অনুরোধ করেছেন।
এই মাহফিলস্থলে প্রবেশের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সুপ্রীম কোর্ট জামে মসজিদ গেইট ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।
গত ২৭ মার্চ বুধবার বেলা তিনটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন নাজমা রহিম (৮৪)। ওইদিন রাত পৌনে ১০ টায় ( তারাবিহর নামাজের পর) বেইলি রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্ট–সংলগ্ন মসজিদে মরহুমার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরদিন ২৮ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় দিনাজপুর গোর -এ – শহীদ ঈদগাঁও মাঠে দ্বিতীয় জানাজা এবং বেলা ২ টায় গ্রামের বাড়ী জালালপুর (পাঁচকুড উচচ বিদ্যালয়ে ) তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমার লাশ জালালপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এম আব্দুর রহিমের সহধর্মিণী এই নাজমা রহিম। ব্যক্তি জীবনে নাজমা রহিম খুবই ভাল, সৎ এবং পরেজগার এবং ধার্মিক মানুষ ছিলেন। এলাকায় তাঁর খুবই সুনাম ছিল। নাজমা রহিম দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Related Stories
February 4, 2025 2:55 PM
February 4, 2025 2:50 PM
February 4, 2025 2:44 PM