![](https://amarkagoj.com/wp-content/uploads/2024/04/hqdefault-11.gif)
আমার কাগজ প্রতিবেদক
ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের মাতা নিলুফার ইসলাম ইন্তেকাল করেছেন। আজ বুধবার রাত পৌনে ১০টায় রাজধানীর মগবাজার কমিউনিটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন মো. সাবিরুল ইসলাম নিজেই। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর মিন্টুরোড মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে পাবনা শহরের মরহুমার নিজ বাসভবনে বাদ মাগরিব দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আমার কাগজ সম্পাদকের শোক: ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের মাতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভুইয়া রানা। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।