
ছবি: সংগৃহীত
নরসিংদী প্রতিনিধি
মনোহরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সানাউল্লাহ (৫৭) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে মনোহরদীর দশদোনা গোরস্থান এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক সানাউল্লাহ কাপাসিয়ার ঘাগুটিয়া সাবেদীয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার। তার বাড়ী মনোহরদীর গোখোলা গ্রামে।
জানা যায়, গতকাল রাত ৮ টার দিকে সানাউল্লাহ মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে মনোহরদীর দিকে আসছিলেন। দশদোনা গোরস্থান সংলগ্ন স্থানের রাস্তায় আসার পর এই দুর্ঘটনা ঘটে। মারাত্মক আহতাবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে নারান্দী গ্রামের নয়ন ও তার অপর এক সঙ্গী তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পথিমধ্যে তার মৃত্যু ঘটেছে বলে নয়নের সাথে আলাপ করে জানা গেছে। তবে দুর্ঘটনার কারণ জানাতে পারেননি কেউ।
মনোহরদী থানার ডিউটি অফিসার এস আই হাবিব জানান, থানায় এ সংক্রান্ত কোন তথ্য নেই।