মো. ফারুক
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজিতপুর আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার (২১ মার্চ) বিকেলে আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাজিতপুর দেওয়ানী চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মো. আব্দুল্লাহ খান।
বাজিতপুর আইনজীবী সমিতির সভাপতি আ.ই.মুহাম্মদ ইসমাইল শাকেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তৌহিদ ফাত্তাহ্’র সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ কায়সার বাপ্পি, লাইব্রেরী সম্পাদক মো. রায়হান মিয়াসহ বিজ্ঞ আইনজীবীবৃন্দ।
অনুষ্ঠানে বাজিতপুর আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।