আমার কাগজ প্রতিবেদক
আনন্দঘন পরিবেশে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়।
বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের সভাপতি সাবেক সচিব মুহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সচিব কে এম মোজাম্মেল হক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, রাজস্ব বোর্ডের সদস্য ফজলুল হক, রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব শ্যামসুন্দর সচিব, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলুল কবীর, সাবেক অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, যুগ্মসচিব জসীম উদ্দিন হায়দারসহ বৃহত্তর নোয়াখালীর অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের ২০২৪-২০২৬ মেয়াদে সাবেক সচিব সচিব মুহাম্মদ বেলায়েত হোসেনকে সভাপতি এবং ইআরডির অতিরিক্ত আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
শেষে উপস্থিত সকল সদস্যকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের নেতৃবৃন্দ।