
আমার কাগজ প্রতিবেদক
আগামীকাল ১৫, মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে ।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪-এর এবারের প্রতিপাদ্য হলো-‘ স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’।
দিবসটি উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আগামীকাল সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটোর উপস্থিত থাকার কথা রয়েছে। সভাপতিত্ব করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। স্বাগত বক্তব্য রাখবেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত সচিব এ. এইচ. এম সফিকুজ্জামান।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা, সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম সফটওয়্যারের পাইলটিং পর্যায়ে উদ্বোধন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।