আমার কাগজ প্রতিবেদক
কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারকে একই পদে এক বছরের জন্য চুকক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০২২ সালের ২২ ডিসেম্বর তাঁকে পদোন্নতি দিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব করা হয়।
কৃষি সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি এই মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (প্রশাসন) হিসেবে প্রায় দুই বছর কাজ করেন। ইতোপূর্বে তিনি প্রায় ৪ বছর প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে এবং ৫ বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবে কাজ করেন। ওয়াহিদা আক্তার ১৯৯৪ সালে ১৩ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পাবনা কালেক্টরেটে আরডিসি, নওগাঁ জেলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও আরডিসি এবং মেহেরপুর সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি সিনিয়র সহকারী সচিব, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান-এর একান্ত সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।জনাব ওয়াহিদা আক্তার বিভিন্ন দেশে বেশ কিছু স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। তাছাড়া চাকুরি জীবনে তিনি কম্বোডিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত, নেপাল, জার্মানি, আবুধাবি, জাপান, সৌদিআরব, স্পেন, চীন, কোরিয়া, ফিনল্যান্ড, আজারবাইজান ও নেদারল্যান্ড ভ্রমন করেন। জনাব ওয়াহিদা আক্তার খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহম্মদ একজন রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক। তাঁর মাতা মরহুম মোসা: হালিমা খাতুন একজন আদর্শ গৃহিনী ও একজন সুলেখিকা হিসেবে পরিচিত ছিলেন এবং তাঁর লেখা ‘শত জীবনের ভীড়ে’ ও ‘মরুতীর্থ কাবা’ আত্মজীবনীমূলক বই দুটি পাঠকের নজর কাড়ে। জনাব ওয়াহিদা আক্তার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি বিভাগে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে গভর্ন্যান্স স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি সংস্কৃতিমনা একজন কর্মকর্তা। অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, নারী ক্ষমতায়ন, কৃষি সমস্যা ও সম্ভাবনা বিষয়ে তাঁর লেখা নিয়মিত বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনের সময়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র টীম লীডার হিসেবে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর নেতৃত্বে ২০২১-২০২২ অর্থবছরের এপিএ চূড়ান্ত মূল্যায়নে কৃষি মন্ত্রণালয় ৫১টি মন্ত্রণালয়/বিভাগের মধ্যে ৩য় স্থান অর্জন করে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জননী। তাঁর স্বামী ড. শেখ মোহাম্মদ বখতিয়ার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে কর্মরত।
Related Stories
February 5, 2025 12:08 AM
February 4, 2025 5:10 PM