আমার কাগজ ডেস্ক
ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে। বর্তমানে বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে পাঁচ নম্বরে।
মঙ্গলবার সকাল ৯টা ৩০মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে থাকা দিল্লির দূষণ স্কোর ২৭৮ অর্থাৎ সেখানকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতার শহর। এই শহরের স্কোর ২৬৩ অর্থাৎ এখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।
তৃতীয় স্থানে মুম্বাই শহর, যার স্কোর ২৩৩। আর চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর যার স্কোর ২২৫ এবং পঞ্চম অবস্থানে রাজধানী ঢাকার স্কোর ১৯৭। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
তথ্যমতে, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ এর বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।