ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে হাত-পা বাঁধা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বলেন, সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পার্কে হাঁটতে যাওয়া লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর হবে। ওই যুবককে গত রাতে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের নাম পরিচয় জানার পাশাপাশি হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।