
আমার কাগজ প্রতিবেদক
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শ্যামলীস্ত স্পেশিয়ালাইজড হাসপাতালে চিকিৎসাধীন দ্বাদশ জাতীয় সংসদ এর ১২২ বরিশাল ৪ আসনের সাংসদ পঙ্কজ দেবনাথে চিকিৎসার খোঁজ নিতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন সাংসদ পঙ্কজ দেবনাথের সাথে কথা বলেন ও চিকিৎসার খোজখবর নেন। হাসপাতালে তাঁর চিকিৎসা ভালো হচ্ছে এবং বর্তমানে তিনি আগের থেকে অনেকটাই ভালো আছেন বলে স্বাস্থ্যমন্ত্রীকে নিশ্চিত করেন চিকিৎসকগণ।