![](https://amarkagoj.com/wp-content/uploads/2024/01/image-260373-1706511178bdjournal.jpg)
শ্রীপুরে ১২৫ বোতল ভারতীয় মদসহ ছাত্রলীগ নেতা আটক। ছবি: প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা পাথারপাড়া সলিংমোড় এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ভারতীয় মদসহ ছাত্রলীগ নেতা সাইফ শাহরিয়ার অভি খানকে (২৮) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার আরও চার সহযোগীকে আটক করা হয়।
শনিবার দিবাগত ভোর রাত ৩টার দিকে বিদেশী মদ ক্রয়-বিক্রয় করার সময় মাওনা- ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের দক্ষিণপাশে এরশাদ মিয়ার ওয়ার্কশপের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। সাইফ শাহরিয়ার অভি খান শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার ইকবাল হোসেনের ছেলে এবং পিয়ার আলী বিশ্ব-বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সোমাবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টায় গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তার সহযোগীরা হলেন-নেত্রকোনা জেলার পূর্বধলার নারায়ন ডহর পশ্চিমপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে রেজাউল করিম (২৬), নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম শহিদ, গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম রনি (২৬), শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড (চেয়ারম্যান বাড়ীর মোড়) এলাকার নয়ন মিয়ার ছেলে আশরাফুল (২৩), ময়মনসিংহের কোতয়ালী থানার চরকালিবাড়ী এলাকার মোস্তফার ছেলে লিমন মিয়া (২৩)।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, নেত্রকোনার রেজাউল করিমের মাধ্যমে সাবেক ছাত্রলীগ নেতা সাইফ শাহরিয়ার অভি দূর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ড্রাম ট্রাকে বালি নিয়ে মাওনায় শ্রীপুরের মাওনায় (পাথারপাড়) নিয়ে আসে। গোপন সূত্রে গোয়েন্দা (ডিবি) পুলিশ জানতে পারে ওই ট্রাকের বালির মধ্যে বিদেশী মদ রয়েছে। এমন খবরে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালিয়ে পিয়ার আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফ শাহরিয়ার অভিসহ তার ৬ সহযোগীকে ভারতের বিভিন্ন ব্র্যান্ডের ১২৫ বোতল মদসহ গ্রেপ্তার করে। তাদের মধ্যে সাইফ শাহরিয়ার অভি ও রেজাউল করিমকে ৫ দিনের রিমান্ড আবেদন করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। তাদের মধ্যে দুই জনকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।