আমার কাগজ প্রতিবেদক
রাজধানীর ট্রাফিক যানজট সবচেয়ে বড় সমস্যা। এই যানজট কমানোর জন্য ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম, পিপিএম। তিনি ট্রাফিক পুলিশ সদস্যদের নানান দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন নিয়মিত। সম্প্রতি ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিকের কর্মব্যস্ততার মধ্যেও ট্রাফিক পুলিশ অনেক সাহসিকতাপূর্ণ কাজ করছেন। এজন্য তাদের আমি ধন্যবাদ ও অভিবাদন জানাই। তিনি বলেন, ট্রাফিক পুলিশের মূল কাজ হলো যানজট নিয়ন্ত্রণ করা। একই সঙ্গে ভবিষ্যতে এই যানজট সহনীয় পর্যায়ে রাখার জন্য নিরলসভাবে কাজ করা।
ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমানের নির্দেশনা মোতাবেক ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম তাঁর আওতাধীন এলাকাগুলোতে ট্রাফিক সচেতনতা ও শৃঙ্খলা বৃদ্ধিতে নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ রোববার (২১ জানুয়ারি) রাজধানীর গুলিস্তানে শতাধিক ২৫ ব্যানারের সত্বাধিকারীগণের উপস্থিতিতে ট্রাফিক সচেতনতামূলক অংশীজন সভা করেন মইনুল হাসান পিপিএম।
ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, মতিঝিল ট্রাফিক বিভাগের অন্তর্গত গুলিস্তান রাজধানীর অন্যতম একটি ব্যস্ততম স্থান। প্রতিদিন লক্ষ লক্ষ লোক এ এলাকায় যাতায়াত করে থাকেন। বিভিন্ন কারণে (ফুটপাত ও রাস্তায় হকার, আন্ডারপাস ব্যবহার না করতে পারায় লোকজনের যত্রতত্র রাস্তা পারাপার, ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনের তীব্র চাপ, ল্যান্ডিং স্থান ও গাড়ী ধারণ ক্ষমতা অপ্রতুল, সর্বোপরি ২৫ ব্যানারের প্রায় ৮ শতাধিক গাড়ি নারায়ণগঞ্জ থেকে চলাচল, অযান্ত্রিক যানবাহনের সমাহার ইত্যাদি) যানজট, জনজট, অব্যবস্থাপনা এখানে লক্ষ্যণীয়। সকল স্টেকহোল্ডারদের সচেতনতা করে ট্রাফিক ব্যবস্থা সমুন্নত করার জন্য ট্রাফিক মতিঝিল বিভাগ বদ্ধপরিকর।
এমন পরিস্থিতিতে আজ মহানগর নাট্যমঞ্চের উন্মুক্ত প্রাঙ্গনে ২৫ ব্যানারের সত্বাাধিকারীগণদের নিয়ে ট্রাফিক ব্যবস্থা যথাযথ মানসম্মত রাখার লক্ষ্যে ট্রাফিক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সচেতনতা বৃদ্ধিতে সভায় কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এগুলো হলো-পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক কম্যুনিটি পুলিশ মোতায়েন; যত্রতত্র গাড়ি না রাখা; কোনোক্রমে বামলেইন বন্ধ করা যাবে না; যাত্রী না থাকলে গাড়ি একলেনেও রাখা যাবে না; গাড়ির চাকা ঘূর্ণায়মান থাকতে হবে যাতে পিছনে কেউ জ্যামে না পড়ে; ফ্লাইওভার ল্যান্ডিং এ যাত্রী উঠানোর জন্য কিংবা নামানোর জন্য গাড়ি কোনক্রমেই থামানো যাবে না এবং কোনক্রমেই গাড়ি ডাবললেইন করা যাবে না।
এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) ও শনিবার (২০ জানুয়ারি) রিকশাচালকদের সঙ্গে ট্রাফিক মতিঝিল বিভাগের সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম-এর নির্দেশনা অনুযায়ী রামপুরা ট্রাফিক জোনের রামপুরা ব্রিজ ও মেরাদিয়ায় এবং মতিঝিল ট্রাফিক জোনের মতিঝিল এলাকায় রিকশাচালক ও রিকশা মালিকদের সঙ্গে ট্রাফিক সচেতনামূলক সভার আয়োজনে ট্রাফিক বিভাগে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ। উক্ত সভায় বাম লেন সম্পর্কিত সম্যক জ্ঞান, যত্রতত্র বিভিন্ন জায়গায় রিকশা না থামানো ও উল্টাপথে রিকশা না চালানোর জন্য অনুরোধ করা হয়।
উক্ত আলোচনা সভায় রিকশা চালকেরা তাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। সভায় উপস্থিত ট্রাফিক কর্মকর্তাগণ সমস্যার সমাধানের আশ্বাস দেন।