স্পোর্টস ডেস্ক
কিউই ওপেনার ফিন অ্যালেন ঝড়ে উড়ে গেল পাকিস্তান। দুই ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খুইয়ে বসলো পাকিস্তান। ফিন তার ক্যারিয়ারের সেরা ইনিংস খেলার সঙ্গে করেছেন ছক্কার বিশ্ব রেকর্ড। ২৭ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ফিফটি করার পর সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৪৯ বলে ৫টি চার ও ১১টি ছক্কায়।
এদিকে স্বাগতিক নিউজিল্যান্ডের দুর্দান্ত পারফরমেন্সের কাছে প্রথম দুই ম্যাচের পর তৃতীয় ম্যাচেও কিউইদের সঙ্গে পেরে উঠতে পারলো না পাকিস্তান। ডানেডিনে বুধবার (১৭ জানুয়ারি) সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দলীয় ২৮ রানের মাথায় ৭ রান করা ডেভন কনওয়েকে ফেরান হারিস রউফ। এরপর একাই খেলেছেন ওপেনার ফিন অ্যালেন। সেঞ্চুরি করেন মাত্র ৪৯ বলে। শতরান টপকাতে ফিন ৫টি চার ও ১১টি ছক্কা হাঁকান।
শেষ পর্যন্ত জামান খানের বলে বোল্ড হওয়ার আগে খেলেছেন ৬২ বলে ৫টি চার ও ১৬টি ছক্কায় ২২০.৯৬ স্ট্রাইক রেটে ১৩৭ রানের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে এতদিন ব্র্যান্ডন ম্যাকলালামের করা ১২৩ (৫০) করা ইনিংসটিই ছিল সর্বোচ্চ। সেটি তো টপকে গেছেনই, এমন কী শুধু বাউন্ডারি হাঁকিয়ে ৯৬ রান করা ম্যাককালামের রেকর্ডও ফিন অ্যালেন টপকে গেছেন ১১৬ রান করে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ১৬ ছক্কার রেকর্ডটি এত দিন এককভাবে ছিল হজরতউল্লাহ জাজাইয়ের দখলে। ২০১৯ সালে ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড করেন জাজাই। সেদিন জাজাই ১৬২ রানের ইনিংস খেলার পথে মেরেছিলেন ১৬টি ছয়।
অ্যালেনের রেকর্ড গড়া ইনিংসে ভর করে ৭ উইকেটে ২২৪ রান করে নিউজিল্যান্ড। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ৬০ রান দিয়ে ২ উইকেট নেন হারিস। বাকি চার বোলার ১টি করে উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে।
জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকলেও বাবর আজম খেলেছেন ৩৭ বলে ৫৮ রানের ইনিংস। শেষ দিকে শাহীন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ বাঁধেন ৪০ রানের জুটি। যা পাকিস্তানের টি-টোয়েন্টিতে সপ্তম উইকেতে সর্বোচ্চ রানের জুটি।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রান তোলে পাকিস্তান। নিউজিল্যান্ডের পক্ষে ২টি উইকেট নেন টিম সাউদি।