আমার কাগজ প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় আসার পর এখন সরকার গঠন করার অপেক্ষায় ছিল আওয়ামী লীগ। সেই অপেক্ষার অবসান হলো গতকাল সংসদ নির্বাচনে জয়ী হওয়া সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ।
ইতোমধ্যে ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। নতুন এই মন্ত্রিসভায় কাদেরকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া তা নিয়ে চলছে নানা আলোচনা।
বিভিন্ন সূত্র জানা গেছে, সরকারের বড় মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ঢাকা ৯ আসন থেকে নির্বাচিত হওয়া সাবের হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরী বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এবং পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যা ঐ সময় বৃহত্তম মন্ত্রণালয় এর উপ-মন্ত্রী হিসেবে ১৯৯৯-২০০১ সালে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মন্ত্রী পরিষদের তরুণতম সদস্য । তার কর্মশক্তি, প্রানোচ্ছলতা মন্ত্রনালয়ের কাজের ক্ষেত্রে ভিন্নমাত্রার গতিশীলতা আনে ।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত হওয়ার আবুল হাসান মাহমুদ আলী।
আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের (টেকনোক্রেট) দায়িত্ব পাচ্ছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন ।
গত রবিবার সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবারও নিরঙ্কুশ জয়লাভ করে। আওয়ামী লীগ ২২২টি আসন এবং স্বতন্ত্র ৬২টি আসন, জাতীয় পার্টি ১১টি আসন, শরিকজোট দুটি আসন, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি আসন পায়।