জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের হাতে ১১ লাখ ৬২ হাজার ৮৪৫টি নতুন পাঠ্যবই তুলে দিয়েছেন জেলা প্রশাসন।
সোমবার বেলা ১২ টায় জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী।
জেলার ৫টি উপজেলার ৬০২টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ হাজার ৮৫৮ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৮৬ হাজার ৭৯৩টি, মাধ্যমিক পর্যায়ে ৫ লাখ ৮৭ হাজার ৭২টি ও মাদ্রাসায় ১ লাখ ৮৮ হাজার ৯৮০ টি বই প্রদান করা হয়। আর বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে দারুন উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।