বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে দক্ষিণ রাবারকান্দি যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পৌর শহরের ১ নং ওয়ার্ডে বসন্তপুর-রাবারকান্দি কবরস্থান মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এদিন বাদ আছর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে ইসলামী মহাসম্মেলন।
এতে প্রধান অতিথি ছিলেন বাজিতপুর পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী এডভোকেট আব্দুল্লাহ আল মনসুর রিপন। বিশেষ অতিথি ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুজিবুর রহমান রাসেল।
সভাপতিত্ব করেন রাবারকান্দি মার্কাজ মসজিদের খতীব হাফেজ মাওঃ মুফতি নাঈমুর রহমান এবং আদালত জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা ওয়ায়েজ উদ্দিন।
প্রধান মেহমান ছিলেন শায়খুল হাদিস আল্লামা নজরুল ইসলাম রাহমানী (ঢাকা), বিশেষ মেহমান ছিলেন মাওলানা মুফতি জাবের হোসাইন (বরিশাল) এবং প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি আতিকুল্লাহ (নরসিংদী)।
আমন্ত্রিত উলামায়ে কেরামগণ ছিলেন দিলালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতীব হযরত মাওঃ শফিকুল ইসলাম আজিজী, বনিহাটি জামে মসজিদের খতীব হযরত মাওলানা ছিদ্দীকুর রহমান, শিক্ষা সচিব, আল-জামিয়াতুল আরাবিয়া মিফতাহুল উলূম দিলালপুরের মুহতামিম হযরত মাওলানা আজিম উদ্দিন, জামিয়া রাহমানিয়া মহিলা মাদরাসা, বরখাটুল, দিলালপুরের হযরত মাওলানা কাজী এনামুল হক, সাব-রেজিষ্ট্রি অফিস জামে মসজিদের খতীব হযরত মাওলানা রহমত উল্লাহ, সরারচর মাছ মহল জামে মসজিদের খতীব হযরত মাওলানা রোকন উদ্দিন।
কেরাত পরিবেশনায় ছিলেন রাবারকান্দির হাফেজ আল-আমীন ও বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম ও খতীব হাফেজ ইব্রাহিম খলিল ইদু।
ইসলামী গজল পরিবেশনা করেন রাবারকান্দির মার্কাজ মসজিদের মুয়াজ্জিন হাফেজ ইয়াছিন আরাফাত।
মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান জামে মসজিদের খতীব মুফতি নাজমুল হুদা মাদানী।