মো. ফারুক
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাজিতপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন মো. নাজমুল হক, বাজিতপুর সরকারি কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান খাঁন (মামুন) প্রমুখ।
উল্লেখ্য, বাজিতপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা।
তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের ৭ই জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া চেকপোস্টে জঙ্গি হামলার পর জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। এই বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদক ‘বিপিএম’ লাভ করেন।
Related Stories
February 4, 2025 5:10 PM