বগুড়া প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক আহসান হাবিব (৪৫) নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত হাবিব বগুড়ার শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।
কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ওসি আব্বাস আলী বলেন, ‘হাবিব অটোরিকশা চালিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়া দিকে যাচ্ছিলেন। অজ্ঞাত একটি ট্রাক পেছন দিক থেকে এসে চাপা দিলে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে হাবিব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি আব্বাস আলী আরও বলেন, ‘অটোরিকশায় কোনো যাত্রী ছিল না। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত ট্রাকটি শনাক্তে কাজ চলছে।’