![](https://amarkagoj.com/wp-content/uploads/2023/11/untitled-1-1700627775.jpg)
আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলা
আমার কাগজ ডেস্ক
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজার খান ইউনিসে মঙ্গলবার রাতে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। খবর- রয়টার্স
ওই আবাসিক ভবনের একটি ভিডিওতে সেখানকার বাসিন্দাদের ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেখা গেছে। কয়েকজন শিশুর মরদেহ চাদরে মুড়িয়ে রাখতে দেখা যায়।
হামাসের সঙ্গে সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল শেহাব নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত ও আহতদের নাসের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হাতে গাজায় বন্দি ৫০ জন ফিলিস্তিনিকে মুক্তির শর্তে চারদিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। দীর্ঘ বৈঠকের পর বুধবার ভোরে হামাসের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি অনুমোদন দেয় মন্ত্রিসভা। কাতার এ প্রস্তাবে মধ্যস্থতা করেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধে চার দিনের বিরতিতে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। চুক্তির অধীনে অতিরিক্ত প্রতি ১০ জন বন্দি মুক্তির বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতি একদিন করে বাড়াবে।
আগের দিন মঙ্গলবার একটি টেলিগ্রাম পোস্টে হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছিলেন, হামাস কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছেন।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে রকেট হামলা চালিয়ে ১৪০০ জনেরও বেশি লোককে হত্যা এবং ২০০ জনকে জিম্মি করার পর ইসরাইল গাজায় বোমা হামলা শুরু করে। ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে এ পর্যন্ত ১৪ হাজার ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৫ হাজার ৬ শত শিশু রয়েছে।