আমার কাগজ প্রতিবেদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে মো. নাজমুছ সাদাত সেলিমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
গত বুধবার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
চলতি বছরের ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে (এপিডি) দায়িত্ব পালনকালে সচিব পদোন্নতি পান অতিরিক্ত সচিব মো. আব্দুস সবুর মণ্ডল। এরপর দীর্ঘ প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও এপিডি নিয়োগ না হওয়ায় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে এর পরই নিয়োগ দেওয়া হয়।
নাজমুছ সাদাত সেলিম মালয়েশিয়ায় বাংলাদেশ মিশনে মিনিস্টার (লেবার) পদে কর্মরত ছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।