বগুড়া প্রতিনিধি
বগুড়া শেরপুরে চলন্ত ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। পরে চালক জ্বলন্ত ট্রাকটি শেরপুর ফায়ার সার্ভিসের সামনে নিয়ে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১২টার সময় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয় মাইল নামক স্থানে এই ঘটনা ঘটে।
ট্রাকচালক ও প্রত্যক্ষদর্শীরা বলছে, বুধবার রাত আনুমানিক ১২টার সময় নওগাঁ থেকে নারায়ণগঞ্জগামী একটি খড় বোঝাই ট্রাক নয় মাইলে পৌঁছালে তাতে ককটেল ছুড়ে মারে অবরোধ সমর্থনকারীরা। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে চালক জ্বলন্ত ট্রাকটি শেরপুর ফায়ার সার্ভিসের সামনে নিয়ে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ট্রাকটির চালক আবদুল মজিদ (৫৫) জানান, নয় মাইল বাজার অতিক্রম করে কিছু দূর দক্ষিণে আসলে অজ্ঞাত কিছু লোক ট্রাকটি লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এতে ট্রাকের খড়ে আগুন ধরে যায়। তিনি না দাঁড়িয়ে জ্বলন্ত ট্রাকটি চার কিলোমিটার চালিয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সামনে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, চালকের বিচক্ষণতায় ট্রাকটির তেমন ক্ষতি হয়নি। আগুন নিভিয়ে খড়গুলো নামিয়ে ফেলা হলে ট্রাকটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে।