বিনোদন ডেস্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর এই সৃষ্টি বাঙালির রক্তে মিশে আছে ‘কারার ওই লৌহ কপাট’ গানটি। কিন্তু সম্প্রতি সেই গানটিকে নতুন সুরে রূপ দিয়েছেন অস্কারজয়ী ভারতীয় সংগীতজ্ঞ এ আর রাহমান। আর সেই সুর মোটেও মনে ধরেনি বাঙালি শ্রোতাদের। তাই সমালোচনা-ক্ষোভের তীর ছুঁড়ছেন ‘জয় হো’র কারিগরের দিকে। দুই বাংলার সংগীত বোদ্ধা থেকে সাধারণ শ্রোতাদর্শকও গানটি নিয়ে রহমানকে তুলোধুনো করছেন!
রাজা কৃষ্ণ মেনন পরিচালিত বলিউড ছবি ‘পিপ্পা’তে ব্যবহৃত হয়েছে গানটি। যা প্রকাশের পরেই সুর বিকৃতির অভিযোগ উঠে। বাংলার শ্রোতা দর্শকের নিন্দা আর প্রতিবাদ বৃথা যায়নি। টনক নড়লো ‘পিপ্পা’র প্রযোজকদের। অফিশিয়াল বিবৃতি দিয়ে সোমবার বিকেলে ক্ষমা চাইলো ‘পিপ্পা’র অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এর ‘রায় কাপুর ফিল্মস’। সেই সঙ্গে বিবৃতিতে আছে তাদের আত্মপক্ষ সমর্থনের কথাও!
ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রযোজক, পরিচালক ও সংগীত পরিচালক হিসেবে আমরা কাজী নজরুল ইসলামের পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নিয়ে শিল্পের খাতিরে গানটি তৈরি করেছি। নজরুল ইসলাম ও তার সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে। উপমহাদেশের সংগীত, রাজনীতি ও সামাজিক পরিমণ্ডলে তার যে অবদান, সেটা অসামান্য। এই অ্যালবামটি বাংলাদেশের ওই সব নারী ও পুরুষের প্রতি উৎসর্গ করা হয়েছে, যারা স্বাধীনতা ও ন্যায়ের জন্য সংগ্রাম করেছেন।’
বিবৃতিতে জানানো হয়, গানটি তৈরির পূর্বে কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী ও তার পুত্র কাজী অনির্বাণের কাছ থেকে অনুমতি নিয়েছেন তারা।
তাদের ভাষ্য, ‘আমাদের উদ্দেশ্য ছিল গানটির ঐতিহাসিক তাৎপর্যকে সম্মান জানানো। আর সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে। মূল গানটির প্রতি সবার আবেগ আমরা অনুভব করি। যেহেতু শিল্প ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, সুতরাং যদি আমাদের কাজটি কারও আবেগে আঘাত করে থাকে, সেটার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
বিষয়টি নিয়ে সরাসরি যদিও কোনও মন্তব্য বা প্রতিক্রিয়া দেননি এ আর রাহমান। তবে এই বিবৃতি তিনি নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।