আমার কাগজ প্রতিবেদক
রাজধানীর আব্দুল্লাহপুরে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে (৩৫) আব্দুল্লাহপুর এলাকা থেকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে আব্দুল্লাহপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালানোর সময় সাদা পোশাকে থাকা র্যাব সদস্যরা মামুন মজুমদারকে গ্রেপ্তার করে।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িতে আগুন দেয়ার সময় আব্দুল্লাহপুর এলাকায় তাকে গ্রেপ্তার করেছে র্যাব-১।