বিনোদন ডেস্ক
‘কারার ওই লৌহ কপাট’ গানটি নিয়ে কয়েকদিন ধরে ব্যাপক বিতর্ক চলছে। সমালোচকরা নজরুলগীতির সুর বিকৃত করার অভিযোগ তুলেছেন সুরকার এ আর রহমানের বিরুদ্ধে। ইতোমধ্যে সেই বিতর্ক উসকে দিয়েছেন কাজী নজরুল ইসলামের নাতনি প্রয়াত সংগীতশিল্পী কল্যাণী কাজীর মেয়ে অনিন্দিতা কাজী। মূল গানের স্বত্ব হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। গানটি নিয়ে বিতর্ক ছড়িয়েছে রাজনীতির ময়দানেও। এর মধ্যেই এবার কলকাতায় কাজী নজরুল ইসলামের গানের অবমাননার প্রতিবাদে শামিল হতে যাচ্ছেন শিল্পীরা।
এ আর রহমানের ‘কারার ওই লৌহ কপাট গানটি’র পুরো বদলে দেওয়ার অভিযোগে কলকাতায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে হেরিটেজ বেঙ্গল। সোমবার (১৩ নভেম্বর) সাদার্ন অ্যাভিনিউয়ে নজরুল মঞ্চের টিকিট কাউন্টারের সামনে হবে এই প্রতিবাদ। দুপুরের দিকে সেখানেই নজরুল মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করে শুরু হবে প্রতিবাদ সভা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পীরা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি গাইবেন। তবে তা এআর রহমানের সুরে নয়, প্রকৃত গানটি যেমন সেভাবেই গাওয়া হবে। সভায় বক্তব্য রাখবেন হেরিটেজ বেঙ্গলের কার্যনির্বাহী সভাপতি হিরণলাল মজুমদার, সভাপতি পার্থ চন্দ।
ইতোমধ্যেই বাংলা গানের একাধিক শিল্পী এ আর রহমানের গানের বিরোধিতা করেছেন। রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে লোপামুদ্রা মিত্র প্রত্যেকেই এই সুর মেনে নিতে পারেননি। নিরপেক্ষভাবে গানটি শোনা হলেও গানের সুর একদমই পছন্দ হয়নি অনেকের। অভিযোগ, মূল গানটির মধ্যে যে প্রতিবাদী সুর মানুষের কানে বসে গেছে, কোনোভাবে এ আর রহমানের গান সেই সমমর্যাদা দিতে পারেনি।
অন্যদিকে, গানটির আধুনিক সংস্করণ নিয়ে সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও। রোববার (১২ নভেম্বর) কুণাল তার এক্স হ্যান্ডেলে লেখেন, কারার ওই লৌহকপাট গানটির এই বিকৃতি মানা যায় না। সংশ্লিষ্ট ছবির প্রযোজক, নির্মাতাদের কাছে গানটি অবিলম্বে সরানোর দাবি তোলেন কুণাল।