আমার কাগজ ডেস্ক
ফিলিস্তিনে ইসরায়েলি বসতিকে অবৈধ ঘোষণা করতে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। বৃহস্পতিবার প্রায় সব সদস্য দেশই এই বসতিকে অবৈধ বলে আখ্যা দিয়েছে। শুধুমাত্র সাতটি দেশ একে অবৈধ বলতে রাজি হয়নি। যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। ভোটদান থেকে বিরত ছিল ১৮টি দেশ।
বছরের পর বছর ধরে ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় অবৈধ বসতি গড়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ একে অবৈধ বলে চিহ্নিত করলেও ইসরায়েল তাদের এই কার্যক্রম অব্যহত রেখেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলাকে সামনে রেখে আবার এই ভোট আয়োজন করে জাতিসংঘ।
এর আগে জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল ভারত। চলমান এই সংঘাতে ইসরায়েলের বোমা হামলায় প্রাণ হারিয়েছে ১১ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে সাড়ে চার হাজার শিশু।
সেই যুদ্ধবিরতির প্রস্তাব থেকে বিরত থাকার যুক্তিতে ভারত জানিয়েছিল তারা গাজা উপত্যকায মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে তারা সবসময়ই জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এক সূত্র জানিয়েছিল, `জাতিসংঘের প্রস্তাবে হামাসের হামলার নিন্দার কথা কোথাও বলা ছিল না। তাই আমরা বিরত ছিলাম।‘
জাতিসংঘের ভারতীয় উপ স্থায়াী রাষ্ট্রদূত ইয়ুজনা পাটেল বলেন, গাজায় মানবিক সংকট বিবেচনায় নিতে হবে। সংঘাত থামাকে আ্ন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসাকে আমরা স্বাগত জানাই। সেখানে মানবিক সহায়তা প্রয়োজন। ভারতও সেখানে সহযোগিতা করছে।‘
তিনি বলেন, `ভারতসবসময়ই দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাসী। আমরা স্বাধীন ও গ্রহণযোগ্য ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবে একমত। এতে ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তি নিশ্চিত করা যাবে।‘