
ইমেজ: সংগৃহীত
আমার কাগজ ডেস্ক
বাঘের নখ দিয়ে লকেট বানিয়ে গলায় ঝুলিয়ে রাখার অপরাধে ভারতীয় জনপ্রিয় রিয়ালিটি শো বিগবসের তারকা ভার্থুর সন্তোষকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রতিযোগিতা চলাকালীন বিগবসের ঘর থেকেই গ্রেপ্তার হয়েছেন।
ভারতে বাঘের চামড়া, হাড়, নখ কেনাবেচা করা আইনবিরোধী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘বিগ বস কন্নড় ১০’ এর প্রতিযোগী ভার্থুর সন্তোষের গলার লকেটটি বাঘের নখ দিয়ে তৈরি জানতে পেরে, সেখানে হাজির হন বন দফতরের কর্মকর্তারা। তারা লকেটটি পরীক্ষা করে নিশ্চিত হন তা আসল বাঘের নখ দিয়ে তৈরি। এরপর তারা ভার্থুরকে গ্রেপ্তার করেন।
সোমবার ভার্থুরকে বেঙ্গালুরু আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে বিচার বিভাগ।
সন্তোষ একজন গরু ব্যবসায়ী। অভিযোগ প্রমাণিত হলে তার তিন থেকে সাত বছরের জেল হতে পারে।